Monday, August 25, 2025

‘আগে বাস নামান’, বাস-মালিকদের বললেন ফিরহাদ, বৈঠক নিষ্ফল

Date:

Share post:

রাজ্যে বাসের ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বাসমালিকদের বৈঠকে কোনও রফাসূত্র বেরিয়ে এলো না। নিজেদের দাবিতে অনড় রইলেন বাসমালিকরা৷ আর সরকার জানালো, আগে বাস পথে নামাতে হবে, তারপর আলোচনা৷

বৈঠকের পর পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “ওনাদের বলা হয়েছে, আগে বাস পথে নামাতে হবে। তারপর ভাড়াবৃদ্ধি নিয়ে বিবেচনা করবে সরকার”৷

সংক্রমণ রোধে রাজ্যে লাগু থাকা কার্যত লকডাউনের বিধি লঘু করে গত ১ জুলাই থেকে রাস্তায় বাস নামানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তা সত্ত্বেও রাস্তায় নেই বেসরকারি বাস। বাস-মালিকদের দাবি, জ্বালানি তেল ও অন্যান্য যন্ত্রাংশের দাম যে ভাবে বেড়েছে তাতে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। মালিকদের দাবি, কলকাতায় ন্যূনতম ১০ টাকা বাসভাড়া করতে হবে৷
ভাড়া নিয়ে আলোচনার জন্যই সোমবার বৈঠক ডেকেছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে বাসমালিক সংগঠনগুলির প্রতিনিধিরা হাজির ছিলেন৷ মালিকদের তরফে জানানো হয়, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়৷ পরিবহণ মন্ত্রী বলেন, আগে রাস্তায় বাস নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করুন। মানুষের দুর্ভোগ বাড়ছে৷ বাস চলার পর ভাবা হবে বাসভাড়া বৃদ্ধি নিয়ে। বৈঠকের পর ফিরহাদ হাকিম বলেন, “আমি বলেছি, আগে বাস রাস্তায় নামিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে হবে। তারপর বাসভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হবে৷ ভাড়াবৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞ কমিটির
সুপারিশ জমা পড়েছে। রিপোর্ট খতিয়ে দেখে ঠিক সময়ে সরকার পদক্ষেপ করবে।”
এদিকে জানা গিয়েছে, সরকারের নির্দেশে মালিকরা রাস্তায় বাসের সংখ্যা বাড়াবেন এমন আশা ক্ষীণ। রাজ্যও তা আঁচ করেছে৷ তাই বিকল্প রাস্তার সন্ধান করছে পরিবহণ দফতর। বেসরকারি বাস ভাড়া নিয়ে চালাতে পারে সরকার, এমনই শোনা যাচ্ছে৷

spot_img

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...