দেশে করোনায় দৈনিক সংক্রমণ ৩ মাস পর নামলো ৪০ হাজারের তলায়

প্রায় মাসতিনেক পর দেশে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা নেমেছে ৪০ হাজারের তলায়। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও৷

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দৈনিক পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯,৭৯৬ জন। রবিবার এই সংখ্যা ছিলো ৪৩, ০৭১ জন। শনিবারের সংখ্যা ছিলো ৪৪, ১১১ জন। শুক্রবারের পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যা ছিলো, ৪৬, ৬১৭ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এদিনের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩,০৫,৮৫ ২২৯।
সোমবারের পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭২৩ জনের।রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা ছিলো ৯৫৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০০৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা জয়ী হয়ে সুস্থ ৪২, ৩৫২ জন৷ এখনও পর্যন্ত দেশে করোনা- জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন।

Previous articleবিজেপির মিছিলে উত্তেজনা, আটক অগ্নিমিত্রা সহ একাধিক কর্মী-সমর্থক
Next articleকোবিন্দের কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি তৃণমূলের