Thursday, May 15, 2025

একাধিক ব্যাঙ্কে বিভিন্ন পরিষেবার সার্ভিস চার্জ বাড়ল, পেনশনভোগীদের পাশে সরকার

Date:

এসবিআই, আক্সিস ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, আইডিবিআই সহ একাধিক ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার মাশুল বৃদ্ধি করা হল। বৃদ্ধি পাচ্ছে চেক বই, ব্যাঙ্কিং এসএমএস চার্জ প্রভৃতি।

স্টেট ব্যাঙ্কের এটিএম ও ব্র্যাঞ্চ থেকে মোট চারবার বিনা শুল্কে টাকা তোলা যাবে। প্রথম চারবারের পর থেকে প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা মাশুল সহ জিএসটি দিতে হবে। সেই সঙ্গে বেসিক সেভিংস অ্যাকাউন্টের চেক বই নিলে প্রথম ১০টি পাতা বিনামূল্যে মিলবে। কিন্তু ১০ টির বেশি পাতা নিলে প্রথম ১০ পাতার পর প্রতি ১০ পাতার জন্য ৪০ টাকা, ২৫ পাতার জন্য ৭৫ টাকা অতিরিক্ত মাশুল দিতে হবে। এর সঙ্গে যুক্ত হবে প্রযোজ্য জিএসটি। তবে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে ১ জুলাই থেকে নূন্যতম ব্যালেন্স-এর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও ব্যাঙ্কিং পরিসেবা সংক্রান্ত এসএমএস এর জন্য প্রতি এসএমএস ২৫ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
আইডিবিআই ব্যাঙ্কের চেক বই এর জন্য চার্জ প্রযোজ্য হচ্ছে। প্রথম ২০টি পৃষ্ঠা বিনামূল্যে মিলবে। এরপর পাতা প্রতি ৫ টাকা মাশুল দিতে হবে গ্রাহককে।

এরই পাশাপাশি, দেশের ৬২ লক্ষ পেনশভোগীকে সুবিধা দিতে চলেছে কেন্দ্র। পেনশন স্লিপের জন্য আর তাঁদের বিভাগে আসতে হবে না। এবার থেকে মোবাইলেই চলে আসবে পেনশন স্লিপ। সরকার পেনশনভোগীদের জন্য Ease of Living-এর তরফে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মোবাইলেই পেনশন স্লিপ পাঠিয়ে পেনশনভোগীদের হয়রানি দূর করতে চাইছে সরকার। এই মর্মে ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ।
ব্যাঙ্ক এবার এই ব্যবস্থায় পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর এসএমএস বা ইমেল করে স্লিপ পাঠাতে পারবে। এর ফলে অনেকের সমস্যার সমাধান হবে।

প্রত্যেক মাসের পেনশন স্লিপে পেনশনের টাকা ও ট্যাক্স ডিডাকশন দেওয়া থাকবে। কেন্দ্রের তরফে ব্যাঙ্কগুলিকে এই বিষয়টি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি হিসেবে পূরণ করতে বলা হয়েছে। কারণ এর সঙ্গে ইনকাম ট্যাক্স, ডিয়ারনেস রিলিফ ও ডিয়ারনেস রিলিফ এরিয়ার যুক্ত রয়েছে।

Related articles

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের...

দিল্লির কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লির শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে(Sri Guru Govind Singh Collage of commerce) বিধ্বংসী অগ্নিকাণ্ড(Dire Incident)। বৃহস্পতিবার...
Exit mobile version