Thursday, January 22, 2026

কোবিন্দের কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি তৃণমূলের 

Date:

Share post:

রাষ্ট্রপতির কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। সোমবার, রাইসিনা হিলে দুপুর সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধিদল। তারপরেই সাংবাদিক বৈঠক করে সুখেন্দুশেখর রায় প্রশ্ন তোলেন, সলিসিটর জেনারেল (SG) তুষার মেহতার (Tushar Mehta) বাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যাওয়ার সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? তা হলে কি কোনওভাবে কারচুপি করা হয়েছে? এদিন রাইসিনায় গিয়ে তুষার মেহতার অপসারণের দাবি করে তৃণমূল প্রতিনিধিদল।

 

দিল্লিতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টিকে নিয়ে সরব হয় রাজ্যের শাসকদল। তুষার মেহতা-শুভেন্দুর ছবি ঘিরে একাধিক প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। নারদ মামলায় সিবিআইয়ের হয়ে লড়ছেন তুষার মেহতা। আর সেই নারদের স্টিং অপারেশেনের ফুটেজেই শুভেন্দুকেও দেখা গিয়েছে। তাহলে কেন ‘অভিযুক্ত’ সলিসিটর জেনারেলের বাড়িতে? প্রশ্ন তোলে তৃণমূল। তুষার মেহতা বিজেপির ‘সিক্রেট জেনারেল’, দেশের ‘সলিসিটার জেনারেল’ নন, কড়া টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, নিজের দুর্বল যুক্তির সপক্ষে নিজের বাড়িরই সিসিটিভি (Cctv) ফুটেজ এখনও প্রকাশ করতে পারলেন না তুষার মেহতা। যদিও শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের কথা উড়িয়ে দিয়েছেন তুষার মেহতা।

 

এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরে এবার রাষ্ট্রপতির কাছে দরবার করল তৃণমূল প্রতিনিধিদল। বেরিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, ”সলিসিটর জেনারেলের ব্যাখ্যা আমাদের সন্তোষজনক মনে হয়নি। তাঁর নিজেরই উচিত, পদ ছেড়ে দেওয়া। সেই কারণেই আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁর অপসারণের দাবি জানিয়েছি”।

 

spot_img

Related articles

ডোডায় গাড়ি দুর্ঘটনায় সেনাদের প্রাণহানিতে শোকপ্রকাশ অভিষেকের

জম্মুর (Jammu) ডোডায় গাড়ি দুর্ঘটনায় (Accident) ১০ সেনার প্রাণহানিতে শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ! ১১ জনকে উদ্ধার ভারতীয় প্রশাসনের

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ (Muri Ganga Accident)। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির নাম 'এমভি তামজিদ নাসির'। বুধবার বিকেলে...

সরকারের চাপে বিশ্বকাপ বয়কট! চরম ক্ষতির মুখে বাংলাদেশ

কূটনীতির আবেগে গা ভাসিয়ে এবং ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ( T20 World Cup )বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আসন্ন...

SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

পাঁচলা থানার শাঁকখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর...