একসঙ্গে ৮ রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি

এক ধাক্কায় ৮ রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সবথেকে উল্লেখযোগ্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্যসভার সাংসদ থাওয়ারচাঁদ গেহলোটকে কর্নাটকের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। থাওয়ারচাঁদ কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তাঁকে রাজ্যপাল করে ওই পদটি ফাঁকা করা হলো৷ কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রীর পদ ফাঁকা হওয়ায় সেখানে কোনও নতুন মুখ দেখা যেতে পারে। পাশাপাশি,

 

◾মিজোরামের রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল করা হয়েছে।

 

◾মিজোরামের নতুন রাজ্যপাল হয়েছেন হরিবাবু কাম্ভামপাতি।

 

◾হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে পাঠানো হয়েছে ত্রিপুরায়।

 

◾ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাস হলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল।

 

◾হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন বন্দারু দত্তাত্রেয়। তাঁকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে।

 

◾হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর৷

 

◾মধ্যপ্রদেশের রাজ্যপাল হয়েছেন মঙ্গুভাই ছঙ্গনভাই প্যাটেল।

 

 

 

Previous articleওড়িশার পুরীতেই কেবল রথযাত্রা উৎসবের অনুমতি সুপ্রিম কোর্টের
Next articleএই বিজেপি ল্যাজ ছাড়া হনু”, বিধানসভায় কটাক্ষ মমতার! “খেলা হবে” দিবস পালনের ঘোষণা