এবার নেল্লোরবাসীদের জন্য অক্সিজেন প্ল্যান্ট পাঠালেন সোনু সুদ

করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠেছে ভারতবাসী। করোনা পরিস্থিতিও এখন অনেকটাই নিয়ন্ত্রনে। তবুও হাত গুটিয়ে বসে নেই সোনু সুদ। অন্ধ্রপ্রদেশের নেল্লোরবাসীদের জন্য পাঠালেন অক্সিজেন প্ল্যান্ট। মঙ্গলবার সকালে একাধিক প্ল্যান্ট নিয়ে রওনা দেয় একটি ট্রাক। প্ল্যান্টের গায়ে ফুল, জরির মালা পরানো। ট্রাক জুড়ে সোনু সুদের বিশাল ফ্লেক্স ছবি। নির্দিষ্ট স্থানে পৌঁছতেই স্থানীয় মানুষ, জেলা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা খুশিতে মেতে ওঠেন। সঙ্গে জয়ধ্বনি দিতে থাকেন অভিনেতা সোনু সুদকে নিয়ে। আর সেই মুহূর্তের ভিডিয়ো বন্দী করেন টিমেরই এক সদস্য।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা। সেইসঙ্গে তিনি লেখেন, নেল্লোরবাসীর জন্য এই অক্সিজেন প্ল্যান্টটি তিনি পাঠালেন। আশা করছেন, এতে সেখানকার মানুষ উন্নত চিকিৎসা পাবেন এবং উপকৃত হবেন। নেল্লোরবাসীদের উচ্ছ্বাস দেখে তাঁর ভালো লাগছে। আগামী দিনেও অন্য রাজ্যগুলিতেও এ ভাবে অক্সিজেন প্ল্যান্ট পাঠানোর ব্যবস্থা করবেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Sood (@sonu_sood)


সোনু সুদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর অনুরাগীরা। যদিও এর আগে দেশবাসীর স্বার্থে বিদেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনিয়েছিলেন তিনি।