ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে ভারত সহ ৮টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি বাংলাদেশের

করেনা সংক্রমণ ভারতে কমলেও, ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে এদেশের একাধিক রাজ্যে। বিষয়টি নিয়ে আগে থেকেই তাই সতর্ক হয়েছে বাংলাদেশ। ভারত সহ ৮টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ এই দেশগুলি থেকে এখন বাংলাদেশে কেউ প্রবেশ করতে পারবেন না। তালিকায় ভারত ছাড়াও রয়েছে নেপাল, দক্ষিণ আফ্রিকা। তবে যে প্রবাসী বাংলাদেশিরা সেই সব দেশে থাকেন তাঁদের অনুমতি নিয়ে তবেই দেশে ফিরতে হবে।

সংক্রমণে বিপর্যস্ত বাংলাদেশে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই কড়া লকডাউনে রয়েছে গোটা বাংলাদেশ। লকডাউন অমান্য করলেই গ্রেফতার করছে পুলিশ। কড়া হাতে লকডাউন রক্ষা করতে রাস্তায় নেমেছে বাংলাদেশ পুলিশ।

Previous articleগার্ডেনরিচে তরুণীকে গণধর্ষণ করে বাড়িতে লুঠের অভিযোগ
Next articleসংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ: কিম- শি জিনপিংদের সঙ্গে এক সারিতে মোদি