গোপন ডেরা থেকে গ্রেফতার ভুয়ো CID রাধারাণী

প্রতারণা ও জালিয়াতি দীর্ঘজীবী হয় না। শেষপর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই হলো কৃষ্ণনগরের (Krishananagar) ভুয়ো সিআইডি (Fake CID) আধিকারিক রাধারানী বিশ্বাস (Radharani Biswas) যৌথ তল্লাশির মধ্য দিয়ে আজ, বুধবার নদিয়ার (Nadia) শান্তিপুর পুরসভার (Shantipur) ২ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায় কাদের শেখ নামে একজনের বাড়ি থেকে অভিযুক্ত রাধারানীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা ও শান্তিপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, কৃষ্ণনগর কাঠালপোতা থেকে গা ঢাকা দিয়ে বেশ কয়েকদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল রাধারানী। লোকাল পুলিশ ও সিআইডি তার বাড়িতে গেলেও ধরা যাচ্ছিল না তাকে। অবশেষে গ্রেফতার করা হয় রাধারাণীর গাড়ির চালককে। সেখান থেকেই খবর পেয়ে গোপন ডেরা থেকে রাধারাণীকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ভুয়ো সিআইডি অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে রাধারানীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা হেভিওয়েট রবিশঙ্কর-জাভড়েকরেরও

 

Previous articleমোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা হেভিওয়েট রবিশঙ্কর-জাভড়েকরেরও
Next articleমোদি-মন্ত্রিসভা: এবারও বঞ্চিত বাংলা, বঞ্চিত বঙ্গের আদি- বিজেপিও