Friday, August 22, 2025

বাসের মধ্যেই চালকের ঝুলন্ত দেহ উদ্ধার, অভাবের তাড়নায় আত্মহত্যা?

Date:

Share post:

গত বছরের দীর্ঘ লকডাউন। মাঝে কয়েক মাস রাস্তায় বাস নামলেও চলতি বছর ফের বিধি-নিষেধ। ভাড়া নিয়ে সরকার ও বাস মালিকদের মধ্যে দর কষাকষিতে এখনও রাস্তায় নামেনি বাস। এবার বাসের মধ্যেই চালকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম রণজিৎ দাস। আজ, বৃহস্পতিবার সকালে ঢাকুরিয়া-হাওড়া ৩৭ নং রুটের একটি বাস থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি গড়িয়ার নয়াবাদে। রণজিৎ আত্মহত্যাই করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। উল্লেখ্য, আজ থেকেই পথে নামার কথা ছিল এই রুটের বাসের।

এদিন সকালে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ঢাকুরিয়া-হাওড়া রুটের ৩৭ নম্বর বাসের ভিতর থেকে উদ্ধার হয় রঞ্জিত দাসের মৃতদেহ। দেখা যায় মশারির দড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেক থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কিন্তু কেন আত্মঘাতী হলেন ওই বাস চালক? ওই স্ট্যান্ডের অন্যান্য বাস কর্মীরা জানান, অভাবের তাড়নায় এই চরম পদক্ষেপ নিয়েছেন রণজিৎ। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বাস রাস্তায় না নামায় গত দু’মাস ধরে চিন্তায় ছিলেন। আর সংসার চালাতে পারছেন না বলে সহকর্মীদের জানিয়ে ছিলেন।

আরও পড়ুন-তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিংয়ের জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এদিকে, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পদাধিকারী তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচনের সময় কমিশনের তরফে যে বেসরকারি বাসগুলো ভাড়া নেওয়া হয়েছিল, তা বাবদ টাকা এখনও হাতে পাননি রণজিৎ দাস। সেই চিন্তায় আরও হতাশ হয়ে পড়েছিলেন। এমনকি দিনের পর দিন লোকসান হওয়ায় বাস মালিকও বকেয়া বেতন দেননি বলে অভিযোগ করেন তপনবাবু।

 

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...