বাংলাদেশে কুইন প্রজাতির ৬৫০ কেজি আনারস পাঠাবে ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুইন প্রজাতির ৬৫০ কেজি আনারস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা। শনিবার এই উপহার পাঠানো হবে। আমের প্রতি উপহার হিসাবে আনারস পাঠানোর সিদ্ধান্ত ত্রিপুরার তরফে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , দিন তিনেক আগে বাংলাদেশ সরকারের তরফে প্রায় ৩০০ কেজি সুস্বাদু হাড়িভাঙা আম পাঠানো হয়েছিল ত্রিপুরায়। এবার তারই প্রতি উপহার হিসাবে বাংলাদেশে আনারস পাঠানোর সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। ভারতীয় দূতাবাসের মাধ্যমে শনিবার এই আনারস পাঠানো হবে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার।
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, গোমতি জেলার সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে প্রায় ৬৫০ কেজি আনারস ইতিমধ্যেই কেনা হয়েছে। ১০০ টি প্যাকেটে এই আনারসগুলি ভরা হয়েছে। জানা গিয়েছে, প্রতি প্যাকেটে ৪টি করে আনারস থাকছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রায় ১ লক্ষ ২৮ মেট্রিক টন আনারস উৎপাদিত হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই কুইন ভ্যারাইটির আনারসকে রাজ্য ফল বলে আখ্যা দিয়েছিলেন ২০১৮ সালে।

Previous articleজুতো ভেজাতে নারাজ, মৎস্যজীবীর কোলে চড়ে ডাঙায় উঠলেন মৎস্যমন্ত্রী
Next articleরেকর্ড গড়লেন স্টোকস, পিছনে ফেলে দিলেন ধোনিকে