মহিলা উইম্বলডন চ‍্যাম্পিয়ন হলেন অ‍্যাশলে বার্টি

মহিলা উইম্বলডন ( Wimbledon )চ‍্যাম্পিয়ন হলেন অ‍্যাশলে বার্টি( Ashleigh Barty) । এই জয়ের পরই ইতিহাস তৈরি করলেন তিনি। শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে তিনি হারালে ক্যারোলিনা প্লিসকোভাকে(Karolina Pliskova) । ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩। এটাই বার্টির জীবনের প্রথম উইম্বলডন খেতাব।

শুরু থেকেই ম‍্যাচে নিজের দাপট বজায় রাখেন অ‍্যাশলে। তবে দ্বিতীয় সেটে ঘুড়ে দাড়ায় ক‍্যারোলিনা। কিন্তু তৃতীয় সেটে আবারও চলে অ‍্যাশলে ম‍্যাজিক। শেষমেশ উইম্বলডন চ‍্যাম্পিয়ন হন তিনি। ম‍্যাচের পর পুরস্কার নিতে এসে অ‍্যাশলে বলেন,”আশা করি আমি এভোনেকে গর্বিত করতে পেরেছি।”

৪১ বছর পর প্রথম অস্ট্রেলীয় মহিলা হিসেবে উইম্বলডন জিতলেন অ‍্যাশলে। শেষ বার অস্ট্রেলীয় হিসেবে উইম্বলডন জিতেছিলেন এভোনে গুলাগং।

আরও পড়ুন:ইতিহাস গড়লেন সমীর বন্দোপাধ‍্যায়, জুনিয়র উইম্বলডনের ফাইনালে ভারতীয় বংশোদ্ভূত

 

Previous articleশ্রীলেখার নতুন লুকে ইন্দিরা গান্ধীর ছায়া! কিন্তু কেন?
Next articleরাজ্য বিজেপির সভানেত্রী পদে দেবশ্রী? হঠাৎ জল্পনা