ইতিহাস গড়লেন সমীর বন্দোপাধ‍্যায়, জুনিয়র উইম্বলডনের ফাইনালে ভারতীয় বংশোদ্ভূত

ইতিহাস গড়লেন সমীর বন্দোপাধ‍্যায়( samir banerjee)। জুনিয়র উইম্বলডনের ( Wimbledon) ফাইনালে পৌঁছে গেল সতেরো বছরের সমীর বন্দোপাধ‍্যায়। ভারতীয় বংশোদ্ভূত সমীর সেমিফাইনালে তিনি হারালেন ফ্রান্সের গুয়েমার্ড ওয়েনবার্গকে। ম‍‍্যাচের ফলাফল ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-৩।

প্রথম সেটে দারুণ ভাবে শুরু করে সমীর। কিন্তু দ্বিতীয় সেটে লড়াই চলে। ঘুড়ে দাড়ায় ওয়েনবার্গ। তৃতীয় সেটে কার্যত শুরু থেকেই ম‍্যাচের হ্রাস নিজের হাতে রাখে সমীর। প্রতিপক্ষকে দু’বার ব্রেক করে সেট জিতে নেয় ৬-২ গেমে। সেই সঙ্গেও ফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে যায় সমীরের।

আমেরিকার নিউ জার্সিতেই বড় হয়েছে সমীর। ছোট থেকেই টেনিসের শখ ছিল তার। আর টেনিস বিশ্বে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার স্বপ্ন চোখে নিয়েই অক্লান্ত পরিশ্রম করেছে সমীর। সেই পরিশ্রমেরই শনিবার পুরস্কার পেল সমীর।

আরও পড়ুন:রবিবার ইউরো কাপে ইতালিকে মাত দিতে তৈরি সাউথগেটের দল

 

Previous articleমাস্ক না পরলে জরিমানা, হতে পারে জেলও!ভিড়ে ঠাসা মানালির ভিডিয়ো ভাইরাল হতেই টনক নড়ল প্রশাসনের
Next articleজ্বালানির মূল্যবৃদ্ধি, প্রতিবাদে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের