Saturday, November 8, 2025

সাম্বার স্বপ্নে মজে ব্রাজিল সমর্থকরা, মেসি ভক্তদের হুঙ্কার “ভাঙা পায়ে খেলা হবে”

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। বিশ্ব ফুটবলের বিগ-শো। কোপার মেগা ফাইনাল যেন “মাদার অফ অল ব্যাটল”। মুখোমুখি লাতিন আমেরিকার ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। মেসি-নেইমার দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় এই বাংলাও।

বাঙালি মানেই ফুটবল। বাঙালির ফুটবল বিশ্বজনীন। বাঙালির ফুটবল আবেগ দেশ-রাষ্ট্রের সীমানার মানে না। তাই ফুটবল পাগল বাঙালি কোপার ফাইনাল ঘিরে উত্তেজনায় ফুটছে। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে দু’ভাগ হয়ে যায় বাঙালি। তবে এই বঙ্গভঙ্গ বাঙালির স্বপ্নের সেপারেশন।

মারাকানা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কলকাতা তিলোত্তমার ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা কাঁপছে ফুটবল ফিভারে। ফুটবল বিশেষজ্ঞদের কেউ এগিয়ে রেখেছেন নেইমারের ব্রাজিলকে তো কেউ আবার মেসির আর্জেন্টিনাকে। নীল-হলুদ-সাদা-সবুজের এই রঙিন ম্যাচে কেউ আবার বলছেন, এবার কোপার ফাইনালে এক বনাম এগারোর লড়াই। অর্থাৎ, টিম ব্রাজিলের সঙ্গে খেলা হবে এলএম-টেনের।

এই ম্যাচ হতে চলেছে ব্রাজিল বনাম মেসির। আবার সেমিফাইনালে লিওনেল মেসি চোট পেয়েছেন। রক্তাক্ত হয়েছে ফুটবল বরপুত্রের জাদুগরী পা। তাই ব্রাজিল সমর্থকরা যখন ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন, ঠিক তখন পাল্টা হুঙ্কার আর্জেন্টিনার সমর্থকদের। তাঁদের বক্তব্য, আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। তাই “ভাঙা পায়েই খেলা হবে”! এ যেন ঠিক বাংলার বিধানসভা ভোটের প্রতিচ্ছবি। একা মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে ডজন ডজন গোল দিয়েছিলেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ রথী-মহারথীদের। তবে এক্ষেত্রে মেসি “ভাঙা পা”-এ কেমন জাদু দেখান, তা বলবে সময়।

উল্লেখ্য, আর্জেন্টিনার ওপর চাপ স্বাভাবিকভাবেই বেশি। সেই ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিক কোনও শিরোপার স্বাদ পাওয়া হচ্ছে না যে! ব্রাজিলের অবশ্য সে যন্ত্রণা নেই। প্রায় দু’দশক ধরে বিশ্বকাপ না জিতলেও কোপা আমেরিকা কিংবা কনফেডারেশনস কাপ, এর মধ্যে ব্রাজিল জিতেছে বেশ কয়েকবার। গত কোপার চ্যাম্পিয়নও তারা। সব মিলিয়ে একটা আন্তর্জাতিক শিরোপার জন্য আর্জেন্টিনা যেমন বুভুক্ষু, ব্রাজিলের অবস্থা ঠিক তেমন না।

তবে ব্রাজিল খেতাব ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাবে। অন্যদিকে, মেসি মাঠে নামবেন নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা মেটানোর দায় নিয়ে। ফুটবল জাদুকরের বর্ণময় কেরিয়ার ক্লাব জার্সিতে একের পর এক সাফল্য ধরা দিলেও, দেশের জার্সিতে কিংবদন্তির ভাঁড়ার একেবারে শূন্য। তাই ভাঙা পায়েই খেল দেখতে হবে মেসিকে।

আরও পড়ুন- কেন করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে না? ৪টি কারণের কথা তুলে ধরলেন হু-এর প্রধান

 

spot_img

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...