আজ ১০ জুলাই। ৭২ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর( sunil gavaskar)। সোশ্যাল মিডিয়ার ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। গাভাসকরকে শুভেচ্ছা বার্তা পাঠালেন সচিন তেন্ডুলকর( sachin tendulkar), বীরেন্দ্র সেহবাগ ( virendra sehwag) থেকে ভিভিএস লক্ষণ( vvs laxman)।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সচিন বলেন,” ১৯৯০ সালে লর্ডসের মাঠে খেলতে গিয়ে লাইনের বাইরে থাকা ঘটনা। গাভাসকর তাঁকে বলেন, “বাইরের বল কেন খেলছ? শরীরে যে বল আসছে সেটা খেল।

Happy Birthday Gavaskar Sir.
Wishing you a year full of good health and happiness. pic.twitter.com/LMyzkbOrDT— Sachin Tendulkar (@sachin_rt) July 10, 2021
সেহবাগ লেখেন, ” ‘চল ফোট’। যে বোলাররা ওঁর উইকেট নিতে আসত তাদের এমনই বলতেন সুনীল গাভাসকর। শুভ জন্মদিন কিংবদন্তি।”

Chal Phut. This is what the great #SunilGavaskar said to bowlers trying their best to get him out.
Happy Birthday to the legend, Sunny Bhai. Aise hi fodte rahiye 🙂 pic.twitter.com/6H54N9wunF— Virender Sehwag (@virendersehwag) July 10, 2021
লক্ষ্মণ টুইট করে লেখেন, “আমার ছোটবেলার হিরো, অনুপ্রেরণাকে জন্মদিনের শুভেচ্ছা। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের নির্ভীক ভাবে সামলে ছোটদের মধ্যে সাহস ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। দারুণ কাটুক আগামী দিন।”

Many more happy returns of the day to my childhood hero and inspiration, Sunil Gavaskar.
He instilled courage and belief in many young Indian batsmen to face the best bowlers in the world fearlessly. Have a great day and year ahead, Sunny Bhai ! pic.twitter.com/QqfWTHYR90— VVS Laxman (@VVSLaxman281) July 10, 2021
আরও পড়ুন:১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ
