৭২-এর গাভাসকরকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সচিন, সেহবাগদের

আজ ১০ জুলাই। ৭২ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর( sunil gavaskar)। সোশ্যাল মিডিয়ার ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। গাভাসকরকে শুভেচ্ছা বার্তা পাঠালেন  সচিন তেন্ডুলকর( sachin tendulkar), বীরেন্দ্র সেহবাগ ( virendra sehwag) থেকে ভিভিএস লক্ষণ( vvs laxman)।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সচিন বলেন,” ১৯৯০ সালে লর্ডসের মাঠে খেলতে গিয়ে লাইনের বাইরে থাকা ঘটনা। গাভাসকর তাঁকে বলেন, “বাইরের বল কেন খেলছ? শরীরে যে বল আসছে সেটা খেল।

সেহবাগ লেখেন, ” ‘চল ফোট’। যে বোলাররা ওঁর উইকেট নিতে আসত তাদের এমনই বলতেন সুনীল গাভাসকর। শুভ জন্মদিন কিংবদন্তি।”

লক্ষ্মণ টুইট করে লেখেন, “আমার ছোটবেলার হিরো, অনুপ্রেরণাকে জন্মদিনের শুভেচ্ছা। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের নির্ভীক ভাবে সামলে ছোটদের মধ্যে সাহস ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। দারুণ কাটুক আগামী দিন।”

আরও পড়ুন:১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ