Friday, August 22, 2025

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা: এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

Date:

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা দায়ের আদালতে। এবার মামলা করা হল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদার (Subrata Talukdar), সৌগত ভট্টাচার্যর (Sougata Bhattacharya) বেঞ্চে এই সপ্তাহেই হতে পারে শুনানি।

অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন প্রার্থীরা। ইন্টারভিউ (Interview) তালিকায় অনিয়মের অভিযোগ রয়েছে। ১২ সপ্তাহে সেই অভিযোগের নিষ্পত্তি করবে কমিশন। কিন্তু এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেছেন কয়েকজন চাকরিপ্রার্থীর। এই সপ্তাহেই বিচারপতি সুব্রত তালুকদার, সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারি।

গত শুক্রবারই উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে রাজ্য সরকারকে স্বস্তি দেয় কলকাতা হাইকোর্ট। তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট বলে জানায় হাইকোর্ট। এবিষয়ে অভিযোগ থাকলে এসএসসি (Ssc) পদক্ষেপ করবে বলে জানায় আদালত। অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক।

হাইকোর্ট জানায়, কোনও অভিযোগ থাকলে ২ সপ্তাহের মধ্যে তা দায়ের করতে হবে। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। কিন্তু উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে চাকরি প্রার্থীদের অসন্তোষ অব্যাহত। ফের মামলায় নিয়োগ প্রক্রিয়ায় জট সৃষ্টি হবে কি না সেটাই দেখার।

 

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version