পরীক্ষামূলক উৎক্ষেপনের সময় বিপত্তি! ভেঙে পড়ল ক্ষেপনাস্ত্র ‘ব্রহ্মস’

ভেঙে পড়ল ভারতের অত্যন্ত শক্তিশালী ক্ষেপনাস্ত্র ‘ব্রহ্মস’। ওড়িশার বালেশ্বরের সমুদ্রের উপকূলে  পরীক্ষামূলক উৎক্ষেপনের সময় সেটি ভেঙে পড়ে। ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রের খবর, ক্ষেপনাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার ক্ষমতাসম্পন্ন ছিল।  কিন্তু গতকাল বালেশ্বরের সমুদ্রোপকূল থেকে উৎক্ষপণের পরপরই ভেঙে পড়ে ব্রহ্মস। তবে কেন এই দুর্ঘটনাটি ঘটল,তার কারণ এখনও অজানা। এর কারণ অনুসন্ধানের কাজ চলছে। ভেঙে পড়ার কারণ অনুসন্ধান করবেন ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীরা।

Previous articleযশপাল শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিন থেকে রবি শাস্ত্রী সহ বিশিষ্টদের
Next articleরাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক পিকের, টার্গেট শুধুই পাঞ্জাব নাকি দিল্লির মসনদও?