উত্তপ্ত ভাটপাড়া, ভরসন্ধেয় পুরসভার ভেতরে চলল গুলি!

প্রতীকী ছবি

ভরসন্ধেয় উত্তপ্ত হয়ে ওঠল ভাটপাড়া। পুরসভা চত্বরে চলল গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পুরপ্রশাসক হিমাংশু সরকার। তবে আহত হয়েছেন তাঁর সহকারী সৌরভ দাস। তবে এই ঘটনায়  কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা চত্বরে কথা বলছিলেন হিমাংশু ও তাঁর সহকারী সৌরভ। তখন গেটের বাইরে বাইক রেখে ভিতরে ঢোকে একদল দুষ্কৃতীরা। শুরু হয় বচসা। এরপর গুলি চালায় তারা। অল্পের জন্য রক্ষা পান পুরপ্রশাসক হিমাংশু সরকার। তবে আহত হন তাঁর সহকারী। আহত সৌরভ দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থানার এত কাছে কী করে গুলি চালাল দুষ্কৃতীরা তা নিয়ে উঠছে প্রশ্ন। এইভাবে আচমকা হামলায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ভাটপাড়ার বাসিন্দা। পুরকর্মীদের নিরাপত্তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। এই ঘটনার জন্য বিজেপির দিকেই আঙুল তুলেছেন পুরপ্রশাসক হিমাংশু সরকার। যদিও শাসকদলের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন- PAC চেয়ারম্যানের পদে মুকুলের বিরোধিতা গোটা দেশের সামনে তুলে ধরতে চায় শুভেন্দু

 

Previous articlePAC চেয়ারম্যানের পদে মুকুলের বিরোধিতা গোটা দেশের সামনে তুলে ধরতে চায় শুভেন্দু
Next articleনেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা