১৪-দফা বিধি মেনেই হবে এবারের দুর্গাপুজো, গাইডলাইন ফোরামের

২০২১-এ কলকাতায় দুর্গাপুজো হবে কোভিড- বিধি মেনেই৷
এ সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে ফোরাম ফর দুর্গোৎসব৷ এই গাইডলাইনটি প্রস্তাব হিসেবে পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।১৪ দফার এই গাইডলাইনে জোর দেওয়া হয়েছে টিকাকরণে। ফোরামের সিদ্ধান্ত, ১৪ দফার এই গাইডলাইন মেনেই এবার পুজো করতে হবে৷ পুজো কমিটিগুলি এবং সরকার এই গাইডলাইনে সহমত প্রকাশ করলে পুজোর প্রস্তুতিতে নেমে পড়বে ফোরাম।

দুর্গাপুজোর মাথায় এমন অনিশ্চয়তার মেঘ ছিলো গত বছরও৷ গতবারও করোনার দাপট ছিলো৷ তবে ভ্যাকসিন ছিলো না। এবার টিকা আছে৷ তাই টিকাকরণকে সামনে রেখেই এ বার পুজোর প্রস্তুতি করতে চায় ফোরাম ফর দুর্গোৎসব।

কলকাতার ছোট-বড় প্রায় ৪৫০ পুজো কমিটি এই ফোরামের সদস্য।
ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, কলকাতার দুর্গাপুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ৫০-৬০ হাজার কোটি টাকার অর্থনীতি যুক্ত।পরোক্ষভাবে প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকার ব্যবসা হয় কলকাতার দুর্গোৎসবকে কেন্দ্র করে৷ করোনা, লকডাউন, আমফান আর ইয়াস মানুষের জীবনকে জর্জরিত করে তুলেছে। ভেঙ্গে পড়েছে অর্থনীতি ৷ আসন্ন পুজোর বাজার বেহাল অর্থনীতিতে আশার আলো দেখাবে৷ তাই পুজো জরুরি, তবে তা করতে হবে কোভিড- বিধি মেনেই৷ কলকাতায় ইতিমধ্যেই ফোরামের উদ্যোগে একটি ভ্যাকসিন- ক্যাম্প করা হয়েছে। পুজোর সঙ্গে যুক্ত সব পক্ষকে ভ্যাকসিন দিতে আরও ক্যাম্প করা হবে। প্রথমেই দমদম পার্ক এবং উত্তর কলকাতার পুজোর সঙ্গে যুক্তদের জন্য বিশেষ ভ্যাকসিন ক্যাম্প করা হবে।

ফোরাম ফর দুর্গোৎসব ওই ১৪ দফার গাইডলাইনে বলেছে –

◾পুজোর সঙ্গে যুক্ত সব পক্ষ, কমিটির কর্তা থেকে ঢাকি বা পুরোহিত, সকলের ভ্যাকসিনের ব্যবস্থা।

◾মাস্ক স্যানিটাইজার ও শারীরিক দূরত্ব-বিধি মানতেই হবে৷

◾পুজোর জৌলুস কমিয়ে জনকল্যাণমূলক কাজে অগ্রাধিকার ।

◾ মন্ডপ হবে খোলামেলা। বাইরে থেকেও প্রতিমা এবং মণ্ডপ দর্শনের সুযোগ থাকবে।

◾পূজার নৈবেদ্য থেকে বিসর্জন সব ধাপেই কোভিড-বিধি মেনে চলতে হবে, তেমন ব্যবস্থাই করতে হবে।

◾সন্ধিপুজো বা সিঁদুর- খেলায় রাখতে হবে শারীরিক দূরত্ব।

◾কাটা ফল নয়, গোটা ফলেই হবে নৈবেদ্য৷

◾প্রশাসনের পাশাপাশি পুজোকমিটির স্বেচ্ছাসেবকদেরও সক্রিয় থাকতে হবে।

◾মণ্ডপে যাতে কোনওভাবেই দর্শনার্থীদের জমায়েত না হয়, তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

 

Previous articleজাহাজ MV হর্ষবর্ধনের ভিতরেও ঢুকেছিল শুভদীপ! কিন্তু কিভাবে?
Next articleফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া! বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে