Tuesday, August 26, 2025

সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রে পর্যটন প্রসারের উদ্যোগ সাবিনার

Date:

Share post:

গৌড়, আদিনার পর মালদহ জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র। সৌন্দর্যায়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। বুধবার ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর এলাকায় অবস্থিত সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ, কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী, উপ-প্রধান মন্টু ইসলাম সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ইতিমধ্যে মাল দহ জেলা প্রশাসনের উদ্যোগে সেজে উঠেছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র। তৈরি করা হয়েছে ইকোপার্ক। এবারে সেই ইকোপার্ক এবং সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। যাতে করে জেলার পর্যটন মানচিত্রে এই মৎস্য প্রজনন কেন্দ্র জায়গা করে নেয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই সেই উদ্যোগ গ্রহণ করেছেন সাবিনা ইয়াসমিন। সেইমতো জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এদিন সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এই বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য তার কাছে আবেদন করা হয়েছিল। সেই মত জেলা প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় ব্লক প্রশাসনের উপস্থিতিতে বড় সাগরদিঘি ইকো পার্ক পরিদর্শন করা হল। একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান, শহর ঘেঁষা এই মৎস্য প্রজনন কেন্দ্র। তাই এই মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্য এবং পরিকাঠামোগত উন্নয়ন করে পর্যটনের একটি অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন এবং মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। সেই মতো মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা বড় সাগরদিঘির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আজ।

 

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...