Saturday, November 22, 2025

আমি সোমেন মিত্রের ছেলে বলেই ওনার “ইগো”! অধীরের বিরুদ্ধে বিস্ফোরক রোহন

Date:

Share post:

ঠান্ডা লড়াই চলছিল। এবার তা প্রকাশ্যে চলে এলো। প্রদেশ কংগ্রেস (Pradesh Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে রাজ্য কংগ্রেসের দলীয় পদ ছাড়লেন সোমেন পুত্র (Somen Mitra Son)। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন রোহন মিত্র (Rohan Mitra)। আজ, বুধবার একটি ই-মেল করে তিনি একথা জানিয়ে দেন। তবে প্রদেশ কংগ্রেসের অফিসে হার্ড কপিও তিনি পাঠিয়ে দিয়েছেন বলেই জানিয়েছেন রোহন।

এর আগে বিধানসভা নির্বাচনের ভরাডুবি। দলে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন। নিজের বক্তব্য জানিয়েছিলেন এআইসিসি (AICC) নেতৃত্বকে। অধীর চৌধুরীকেও একাধিকবার চিঠি লিখেছিলেন। কিন্তু কোনও উত্তর পাননি। তিনি সোমেন মিত্র ছেলে বলেই এমন বঞ্চনার শিকার হচ্ছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন রোহন। তিনি সোমেন মিত্রের ছেলে হয়ে জন্মেছেন বলে কোনও অন্যায় করেননি। তাছাড়া খুব ছোট জায়গা থেকে তিনি রাজনীতি শুরু করেছেন। কোনওদিন বলেননি পদ চাই। ঠিক যেভাবে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি বিদ্বেষ থেকে তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের প্রতি অন্যায় করা হয়েছে, একইভাবে সোমেন মিত্রের ছেলে বলে রাজনীতিতে তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছেন অধীর চৌধুরী, অভিযোগ রোহনের।

আরও পড়ুন-বুনিয়াদি স্কুল থেকে BCA! এবার উদয়নের নিশানায় নিশীথ

শুধু তাই নয়, বিজেপির সঙ্গে অধীরের “গোপন আঁতাত” নিয়েও চাঞ্চল্যকর মন্তব্য করেন সোমেন পুত্র। ইস্তফা পত্রে তিনি লেখেন, ”আপনার ইগো দলের এই বিপর্যয় ডেকে এনেছে”। তাই অবিলম্বে বাংলায় কংগ্রেসকে বাঁচাতে হলে অধীর চৌধুরীর প্রদেশ সভাপতির পদ থেকে সরে যাওয়া উচিত বলে মনে করেন রোহন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অধীর চৌধুরীর সঙ্গে ‘ঠান্ডা যুদ্ধ’ চলছে তাঁর। আজকে তাঁর এই সিদ্ধান্ত তারই বহিঃপ্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন সোমেন পত্নী শিখা মিত্র। তাহলে কি রোহন ও শিখা দু’জনেই তৃণমূলে যোগ দিতে চলেছেন? সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনাও। এ বিষয়ে রোহন সরাসরি কোনও উত্তর না দিলেও তিনি জানিয়ে দেন, বাংলা এবং গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমান হয়ে গিয়েছে।

 

spot_img

Related articles

আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও(BLO)। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata...

হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না: মনিপুরে দাবি ভাগবতের

”হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না”- ফের বিতর্কিত মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের...

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮...