ভুয়ো সিবিআই আধিকারিক শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের তদন্ত যত এগোচ্ছে, তত একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। যা দেখেশুনে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। জেরায় জানা গিয়েছে,
কলকাতা বন্দরেও ছিল তার অবাধ যাতায়াত! প্রতারকের নয়া কীর্তিতে তদন্তকারীরা কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে জাহাজ MV হর্ষবর্ধনের ভিতরে কিভাবে ঢুকেছিল শুভদীপ? নিজেকে কি বন্দরের পদস্থ কর্তা বলে পরিচয় দিয়েছিল সে? পরিচত্রপত্রই বা জোগাড় করল কীভাবে? শুরু হয়েছে তদন্ত।
সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট থেকে ৩ দিনের ট্রানজিট রিমান্ডে ছাড়িয়ে আনার পর হাওড়া আদালতে পেশ করা হয় ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রতারণা করা শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। আটদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷
