Monday, December 8, 2025

“দিদি ও দিদি”-র জবাবে এবার “মোদি ও মোদি” স্লোগান, ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

Date:

একুশের নির্বাচনে ল্যান্ড স্লাইড ভিক্ট্রি হয়েছে তৃণমূলের (Tmc) । দুই অঙ্কে আটকে গিয়েছে বিজেপি (Bjp) স্কোর। কিন্তু ভোট প্রচারের সময় বিজেপির মঞ্চ থেকে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উদ্দেশ্যে “দিদি ও দিদি” বলে যে ব্যঙ্গ করেছিলেন, সেটা ভুলতে পারেননি দলীয় সাংসদরা। এবার তাই পাল্টা স্ট্র্যাটেজি নিয়েছে তৃণমূল। সেটা দেখা যাবে আগামী লোকসভা অধিবেশনেই।

বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে নরেন্দ্র মোদি বিজেপির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন কটাক্ষ করেছিলেন। ব্যঙ্গাত্মক সুরে “দিদি, ও দিদি” স্লোগান দিয়েছেন। যদিও নির্বাচনী ফলে প্রমাণ হয়েছে বাংলার বেশির ভাগ মানুষ ব্যঙ্গ মোটেই ভালোভাবে নেয়নি। বিজেপির বাংলা দখলের স্বপ্ন চুরমার হয়েছে। কিন্তু কোথাও যেন বাকি রয়ে গিয়েছে, “দিদি, ও দিদি”-র প্রতিশোধ। এবার তাই সংসদ ভবনে ভরা সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে “মোদি ও মোদি” স্লোগান তুলবেন তৃণমূল সাংসদরা। সংসদে প্রধানমন্ত্রীকে ঢুকতে দেখলেই এই স্লোগান তুলবেন তাঁরা। তৃণমূলের সূত্রের
খবর, এই স্লোগান দিলেও, তাঁদের স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনতে পারবে না বিজেপি। কারণ তাঁরা নরেন্দ্র মোদি বলবেন না; বলবেন, “মোদি, ও মোদি”। সেটি নীরব মোদি বা ললিত মোদিও হতে পারেন। তবে এই স্লোগান যাঁর উদ্দেশ্যে তিনি ঠিক বুঝবেন।

তৃণমূলের কথায়, রাজনীতির ময়দানে নেমে সৌজন্যে সব সীমা লঙ্ঘন করেছিলেন নরেন্দ্র মোদি। ভুলে গিয়েছিলেন তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্যভাবে আক্রমণ করেছিলেন। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে “দিদি, ও দিদি” স্লোগান তুলেছিলেন। যা বাংলার মানুষ মোটেই ভালোভাবে নেয়নি। এবার সংসদে দাঁড়িয়েই তার জবাব পেতেই হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সাংসদরা।

 

Related articles

বাতিল ৩৫০ বিমান, ইন্ডিগো দুর্ভোগ সপ্তাহের প্রথম দিনও অব্যাহত

সপ্তাহের প্রথম দিনেও বিমান দুর্ভোগ অব্যাহত। ইন্ডিগোর(IndiGo flights)জটিলতার জেরে গত কয়েকদিন ধরেই সারা দেশ জুড়ে যাত্রীদের অপরিসীম দুর্ভোগ...

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...
Exit mobile version