পন্থের পর করোনায় আক্রান্ত ভারতীয় দলের সাপোর্ট স্টাফ, কোয়ারেন্টাইনে আরও তিন

করোনার ( Corona) প্রকোপ বেড়েই চলেছে ভারতীয় দলের (india team) অন্দরে। ঋষভ পন্থের( rishav panth) পর এবার করোনায় আক্রান্ত হলেন দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী। করোনা আক্রান্ত বলে জানা গিয়েছেন তিনি। ভারতীয় দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ।

বৃহস্পতিবারই জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন ঋষভ পন্থ। এই মুহূর্তে এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি।বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় তাঁকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলতে ডারহাম যাবে দল। ২০ জুলাই ডারহামে কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা।

এদিকে দয়ানন্দ গরানী সংস্পর্শে আসা প্রশিক্ষক দলের তিন জনকে দলের থেকে আলাদা ভাবে রাখা হয়েছে। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। সূত্রের খবর এঁদের মধ্যেও কাউকেই ডারহাম নিয়ে যাওয়া হবে না।

আরও পড়ুন:করোনার থাবা টোকিও অলিম্পিক্সে, কোভিডে আক্রান্ত হোটেলের সাতজন কর্মী

 

Previous articleইউপি-কে প্রশংসা করা নিয়ে মোদিকে খোঁচা: টিকা চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
Next articleবিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় দায়িত্বে রাজু বিস্তা ও অনুপ সাহা