Friday, January 9, 2026

‘রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছি না’, সব জল্পনা ফুৎকারে ওড়ালেন পাওয়ার

Date:

Share post:

এনসিপি প্রধান শরদ পাওয়ারকে(Sharad Pawar) ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। জল্পনা চলছিল আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে(parliamentary election) ইউপিএ প্রধান(UPA chairperson) করা হতে পারে তাঁকে। তবে সে রেশ কাটতে না কাটতেই ফের গুঞ্জন রামনাথ কোবিন্দের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি(president) হতে পারেন তিনি। লাগাতার এমন গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন খোদ শরদ পাওয়ার। স্পষ্ট জানালেন, রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেনই না তিনি। তিনি বলেন, ‘এটা পুরো ভুল খবর যে আমি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হব। আমি জানি এর ফল কী হতে চলেছে। যেই দলের কাছে ৩০০ জনের বেশি সাংসদ, তারাই জিতবে। নিশ্চিত ভাবে আমি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছি না।’

সম্প্রতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে প্রশান্ত কিশোরের সাক্ষাতের পর থেকেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছড়ায় শরদ পাওয়ারকে এবার রাষ্ট্রপতি করা হতে পারে। রাহুলের সঙ্গে বৈঠকের পর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন পিকে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয় দেশের বিজেপি বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করছেন প্রশান্ত কিশোর। এবং শরদ পাওয়ারকে হয়তো ইউপিএ চেয়ারপার্সন করা হতে পারে। তবে দিনের পর দিন বাড়তে থাকা সেই জল্পনা একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন খোদ শরদ পাওয়ার।

আরও পড়ুন:ভুয়ো CBI শুভদীপের বাড়িতে উদ্ধার চাঞ্চল্যকর নথি, ছেলের থেকে মুখ ফেরালেন বাবা-মা

শুধু তাই নয় প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, “আমার সঙ্গে প্রশান্ত কিশোরের দুবার বৈঠক হয়েছে। এই বৈঠকে ২০২৪ সালে কোনওরকম অগ্রণী ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি। না ২০২৪, না রাষ্ট্রপতি নির্বাচন, কোন বিষয় নিয়েই তার সঙ্গে আমার আলোচনা হয়নি। তবে প্রশান্ত কিশোর আমাকে জানিয়েছিলেন তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দিয়েছেন।”

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...