Saturday, November 8, 2025

‘রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছি না’, সব জল্পনা ফুৎকারে ওড়ালেন পাওয়ার

Date:

Share post:

এনসিপি প্রধান শরদ পাওয়ারকে(Sharad Pawar) ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। জল্পনা চলছিল আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে(parliamentary election) ইউপিএ প্রধান(UPA chairperson) করা হতে পারে তাঁকে। তবে সে রেশ কাটতে না কাটতেই ফের গুঞ্জন রামনাথ কোবিন্দের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি(president) হতে পারেন তিনি। লাগাতার এমন গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন খোদ শরদ পাওয়ার। স্পষ্ট জানালেন, রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেনই না তিনি। তিনি বলেন, ‘এটা পুরো ভুল খবর যে আমি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হব। আমি জানি এর ফল কী হতে চলেছে। যেই দলের কাছে ৩০০ জনের বেশি সাংসদ, তারাই জিতবে। নিশ্চিত ভাবে আমি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছি না।’

সম্প্রতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে প্রশান্ত কিশোরের সাক্ষাতের পর থেকেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছড়ায় শরদ পাওয়ারকে এবার রাষ্ট্রপতি করা হতে পারে। রাহুলের সঙ্গে বৈঠকের পর ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন পিকে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জল্পনা শুরু হয় দেশের বিজেপি বিরোধী জোটকে সঙ্ঘবদ্ধ করছেন প্রশান্ত কিশোর। এবং শরদ পাওয়ারকে হয়তো ইউপিএ চেয়ারপার্সন করা হতে পারে। তবে দিনের পর দিন বাড়তে থাকা সেই জল্পনা একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন খোদ শরদ পাওয়ার।

আরও পড়ুন:ভুয়ো CBI শুভদীপের বাড়িতে উদ্ধার চাঞ্চল্যকর নথি, ছেলের থেকে মুখ ফেরালেন বাবা-মা

শুধু তাই নয় প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, “আমার সঙ্গে প্রশান্ত কিশোরের দুবার বৈঠক হয়েছে। এই বৈঠকে ২০২৪ সালে কোনওরকম অগ্রণী ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি। না ২০২৪, না রাষ্ট্রপতি নির্বাচন, কোন বিষয় নিয়েই তার সঙ্গে আমার আলোচনা হয়নি। তবে প্রশান্ত কিশোর আমাকে জানিয়েছিলেন তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দিয়েছেন।”

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...