Tuesday, January 13, 2026

সরকারের সমালোচনা করে হাইকোর্টে ভোট-পরবর্তী হিংসার রিপোর্ট পেশ মানবাধিকার কমিশনের

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের(human rights commission) রিপোর্ট পেশ হয়েছে হাইকোর্টে। প্রায় ৫০ পাতার এই রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের গণতন্ত্র(democracy) নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সিবিআই(CBI) তদন্তেরও দাবি জানিয়েছে কমিশন। যদিও মানবাধিকার কমিশনের এই রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যকে বদনাম করার চেষ্টা বলে পাল্টা তোপ দাগা হয়েছে তৃণমূলের তরফে। পাশাপাশি, বিকৃত রিপোর্ট পেশ করা হয়েছে বলে এদিন সরাসরি অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)।

আরও পড়ুন:কমিশনের নামে ভুয়ো রিপোর্ট, বাংলাকে বদনাম করার ষড়যন্ত্র: মমতা

হাইকোর্টে পেশ হওয়া রিপোর্টে রবীন্দ্রনাথের কবিতা ‘চিত্ত যেথা ভয় শূন্য’কে উদ্ধৃত করে মানবাধিকার কমিশন লিখেছে, “গত দু’মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন, ধর্ষণ, ভিটেমাটি ছাড়া হতে হয়েছে মানুষকে। অবিলম্বে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দরকার, না হলে তা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। যা গণতন্ত্রের জন্য বিপদজনক।” পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়ে কমিশন আরও উল্লেখ করেছে, “এই ঘটনার সিবিআই তদন্ত প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণে সিট গঠন করে মামলার বিচার পর্ব বাইরের রাজ্যে করা উচিত।” এছাড়াও ফাস্টট্রাক কোর্ট গঠন করে দ্রুত মামলার বিচার প্রক্রিয়া শেষ করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের ক্ষতিপূ্রণ ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

এদিকে এই ঘটনায় বৃহস্পতিবার পাল্টা তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হারের পরেও রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার চেষ্টা চালাচ্ছে। রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে। হেরে যাওয়ার পরেও এদের লজ্জা নেই, কিছুতেই হার মানতে পারছে না।’ পাশাপাশি তিনি আরো বলেন, “বিকৃত রিপোর্ট পেশ করা হয়েছে। কারা এই রিপোর্ট পেশ করেছে আমি জানি। কিন্তু বলবো না। কিছু গুরুত্বপূর্ণ সংস্থাকে দখল করে নানারকম চক্রান্ত চলছে। ওদের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো।”

 

spot_img

Related articles

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...

৭ নম্বর ফর্ম জমা দেওয়ার নামে ইআরও অফিস ভাঙচুর বিজেপির

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের ফল এবার আরও স্পষ্ট করে দিচ্ছে খোদ বিজেপি। ভোটার তালিকায় থাকা কোনও ব্যক্তির নাম বাদ...

পরকীয়ায় জড়িত ছিলেন মেরি কম! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন স্বামীর

দুই বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে মেরি কম (Mary Kom) এবং তার স্বামী কারুং অনলারের মধ্যে ।এবার...

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কণ্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...