Thursday, August 28, 2025

দ্রুত উপনির্বাচনের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

রাজ্যে বকেয়া উপনির্বাচন দ্রুত করার দাবি নিয়ে আজ জাতীয় নির্বাচন কমিশনে (Election Commission) যাচ্ছে তৃণমূলের (Tmc) প্রতিনিধিদল। বিকেল সাড়ে চারটে নাগাদ যাওয়ার কথা প্রতিনিধি দলের। তৃণমূল সূত্রের খবর, কম সময়ের মধ্যেই তারা উপনির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে পারবে। প্রচারের জন্য সাতদিন দিলেই হবে বলে জানাবে প্রতিনিধি দল। আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। থাকছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray), সৌগত রায় (Sougata Ray), সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)।

কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন, রাজ্যে 7 টি কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। সেগুলিতে কমিশন দ্রুত নির্বাচন করিয়ে দিক। বিধানসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যু হয়। ফল প্রকাশের আগেই মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সরকারে। ফল প্রকাশের পর বিজেপির নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার বিধায়ক পদ ছাড়েন। এদিকে ভবানীপুর আসনটি ছেড়ে দেন জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাই সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। যা দ্রুত চায় তৃণমূল। প্রস্তুতির জন্য তাদের বেশি সময় লাগবে না।

এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন, এই মুহূর্তে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কম সময়ের মধ্যেই তাঁরা উপনির্বাচনের প্রস্তুতি সেরে নিতে পারবেন। সুতরাং এই সময়টি উপনির্বাচন করার পক্ষে আদর্শ সময়।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version