হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী সুরেখা সিকরি

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউডের (Bollywood actress) কিংবদন্তী অভিনেত্রী সুরেখা(surekha sikri) শিকরি। বয়স হয়েছিল ৭৫ বছর।তাঁর পরিবার সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ২০২০ সালে একবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা জানিয়েছেন তারপর থেকেই তাঁর অসুস্থতার শুরু। ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী।

 

সুরেখা সিক্রির জন্ম ১৯৪৫ সালে উত্তরপ্রদেশে । ছোটবেলা কেটেছে আলমোড়া এবং নৈনিতালে। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পড়াশোনা করেছেন। ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাদেমি পুরস্কার পেয়েছেন। বাবা ভারতীয় বায়ুসেনা বাহিনীতে কর্মরত ছিলেন। মা শিক্ষকতা করতেন। বলিউডে আত্মপ্রকাশ ১৯৭৮ সালে। কিসসা কুরসিকা ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। সুরেখা। সহ অভিনেতা হিসেবে তিন বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোলস ইন তামাস’, ১৯৯৫ সালের ছবি ‘মাম্মো’ এবং ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাধাই হো।’। কাজ করেছেন ছোট পর্দাতেও। বালিকা বধু ধারাবাহিকে তাঁর অভিনীত ‘দাদিসা’ চরিত্রটি আজও সবার মনে উজ্জ্বল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

Previous articlePAC-চেয়ারম্যান মুকুল: বেআইনি নয়, আজ ব্যাখ্যা দেবেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়
Next articleফের জেইই মেইনের সূচিতে বদল, জেনে নিন পরীক্ষার সময়সূচি