চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মালদহে

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মালদহে
চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

মালদহে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৩ বন্ধু শেখ সদাগর, শেখ ঘিসু ও শেখ সাজ্জাদকে একটি আমবাগানের পাশে ঘোরাঘুরি করতে দেখা। অভিযোগ,  গ্রামবাসীরা তিনজনকে গণধোলাই দেয়। ঘটনাস্থল থেকে কোনোক্রমে শেখ সাজ্জাদ পালিয়ে যায়। গ্রামবাসীদের গণধোলাইয়ের জেরে দু’জন ঘটনাস্থলে গুরুতর আহত হন।

তাদের ওইদিন রাতেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা শেখ ঘিসুকে মৃত বলে ঘোষণা করে। অপরজন শেখ সদাগর এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দেবীপুর এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ।

আরও পড়ুন : সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে ঝিলে লরি, খোঁজ মেলেনি চালক ও খালাসির

আহত যুবক শেখ সদাগর জানিয়েছেন, তারা কোন চুরি করার উদ্দেশ্যে জড়ো হননি সেখানে। রাতে তারা গল্প করছিলেন। সেই সময় গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়। চোর সন্দেহে মারধর শুরু করে। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

 

Previous articleকলকাতায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি, ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে
Next articleশ্রীলঙ্কার মাটিতে প্রথমবার নৈশালোকে অনুশীলন ধাওয়ানদের