করোনার প্রকোপ বেড়েই চলেছে অলিম্পিক ভিলেজে, আক্রান্ত আরও দুই

করোনার ( Corona) প্রকোপ বেড়েই চলেছে অলিম্পিক ( Olympic) ভিলেজে। এদিন আক্রান্ত হয়েছেন দুই খেলোয়াড়। তবে তাঁরা কোন দেশের বা কোন খেলার সঙ্গে যুক্ত তা এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। গতকাল আক্রান্ত হয়ে ছিলেন একজন। টোকিও ভিলেজে যত পরীক্ষা করা হচ্ছে, ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

তবে জানা যাচ্ছে, আক্রান্ত চেক দলের এক সদস্য। ২ কোভিড আক্রান্ত অ্যাসিম্পটোম্যাটিক।

গত বছর করোনার কারণে পিছিয়ে গিয়েছিল অলিম্পিক্স। তবে এই বছর টোকিওতে আয়োজন করা হচ্ছে। ২৩ জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক্স। তার আগে করোনার থাবায় জর্জরিত টোকিও অলিম্পিক্স।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস