আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন শুরু বাংলাদেশে

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হবে বাংলাদেশ জুড়ে । ঈদ উপলক্ষ্যে ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ শিথিল করা হলেও , নতুন নির্দেশে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হচ্ছে । তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ অগস্ট মধ্যরাত পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।

কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে,
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহণও। খোলা আছে শপিংমল ও দোকানপাট।
তবে বেসরকারি অফিস বন্ধ আছে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলছে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করেছিল বাংলাদেশ সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

Previous articleবাংলায় বিজেপির বিপর্যয়: ‘আত্মতুষ্টি’ ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে তোপ কুণালের
Next articleএবার সারা দেশে দেবাংশুর “খেলা হবে”, লোকসভার আগেই হিন্দি এডিশন