Saturday, January 10, 2026

যোগীরাজ্যে নেশায় বুঁদ হয়ে ঘুম সহকারি স্টেশন মাস্টারের, বন্ধ দিল্লি-হাওড়া রুটের ট্রেন

Date:

Share post:

দিনের শেষে রঙিন জলের অভ্যাস তাঁর বহুদিনের। রাতের ডিউটি হলেও সে অভ্যস্ত তো আর ছাড়া যায় না। তবে নেশার চোটে এমন কাণ্ড যে তিনি ঘটিয়ে ফেলবেন তা কল্পনাও করতে পারেননি কেউ। রাতে ডিউটিতে এসে মদ খেয়ে ঘুমিয়ে পড়লেন উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কঞ্চৌসি স্টেশনের(kanchausi station) সহকারী স্টেশন মাস্টার। আধিকারিক অনিরুদ্ধ কুমারের এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের জেরে দাঁড়িয়ে পড়ল দিল্লি- হাওড়া রুটের(Delhi Howrah route) ট্রেন চলাচল। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি দাঁড়িয়ে পড়ে মালগাড়িও।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের বুধবার। গ্রীন সিগনাল না পেয়ে দুটি স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে পড়ে বৈশালী এক্সপ্রেস, সঙ্গম এক্সপ্রেস, ফারাক্কা এবং মগধ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন গুলি। এমনকি দাঁড়িয়ে পড়ে মালগাড়িও। রাত্রি ১২টার পর প্রায় দেড় ঘণ্টা ট্রেনগুলি আটকে থাকে মদ্যপ সহকারি স্টেশন মাস্টারের গাফিলতির জেরে। একের পর এক ট্রেন এভাবে দাঁড়িয়ে পড়ায় খবর পৌঁছে শীর্ষ আধিকারিকদের কাছে। এরপর অনিরুদ্ধ কুমারকে বার বার ফোন করা হলেও নেশার ঘোরে গভীর ঘুমে আচ্ছন্ন অনিরুদ্ধ ফোনও তোলেননি। কোনো কিছুতেই কাজ না হওয়ায় ওই রাতেই সহকারি স্টেশন মাস্টারের ঘরে এসে উপস্থিত হন রেলের শীর্ষ আধিকারিকরা। দেখা যায় তখনও ঘুমোচ্ছেন তিনি।

আরও পড়ুন:মূল চুক্তিপত্রে সই না করায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ, পড়ল একাধিক পোস্টার

এই ঘটনায় সংবাদমাধ্যমকে ওই স্টেশনের স্টেশন মাস্টার বিশ্বম্ভর দাস জানান, সহকারী স্টেশন মাস্টার রাতে মদ্যপান করে ঘুমিয়ে পড়েছিলেন। ডিউটিতে থাকাকালিন এই কাজ করেছেন তিনি। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে অনিরুদ্ধ নামের ওই আধিকারিকের বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

 

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...