দমদম বিমানবন্দরে যাত্রীরা ১৫ মিনিটেই পাবেন করোনা রিপোর্ট

করোনা পরিস্থিতিতে বিমানযাত্রা প্রায় লাটে উঠেছে । কারণ, করোনা পরীক্ষা ছাড়া বিমানে ওঠা নিষেধ যাত্রীদের। কোভিড নেগেটিভ শংসাপত্র না থাকলে ইন্টারন্যাশনাল সহ ডোমেস্টিক কোনও রুটেই যেতে পারছেন না যাত্রীরা। আবার অনেক সময় বিমান কর্তৃপক্ষ অভিযোগ তুলেছেন যাত্রীরা সঠিকভাবে তাদের সঙ্গে রিপোর্ট নিয়ে আসছেন না।
তবে এবার সেই মুশকিল আসান করতে উদ্যোগী হল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ । এবার বিমানবন্দরেই করা যাবে Rapid pcr টেস্ট।
বর্তমানে আন্তর্জাতিক রুটে অল্প সংখ্যক বিমান চলাচল করছে। আন্তর্জাতিক রুটে বেশি সংখ্যক বিমান চলাচল বাড়লেই এই করোনা পরীক্ষার ব্যবস্থা করবে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা ১৫ মিনিটের মধ্যেই করোনা রিপোর্ট হাতে পেয়ে যাবেন। দমদম বিমানবন্দরে হিল লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড এই ব্যবস্থা চালু করতে চলেছে । ভারত থেকে ইন্ডিগো বিমান, দুবাইগামী এমিরেটস চালু হলেই দমদম বিমানবন্দরে চালু হয়ে যাবে Rapid pcr টেস্ট। দমদম বিমানবন্দরের আগেই দিল্লি বিমানবন্দরে এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে।

 

Previous articleএক বোতল হুইস্কি ১ কোটি ! দাম শুনেই চক্ষু ছানাবড়া নেশাখোরদের
Next articleছাদ চুঁইয়ে জল পড়ছে সাংসদের সরকারি বাংলোয়, স্পিকারকে অভিযোগ কল্যাণের