Thursday, August 28, 2025

একশো শতাংশ মাধ্যমিক পাশ পড়ুয়াকে একাদশ শ্রেণিতে ভর্তি কী ভাবে? সমস্যায় স্কুলগুলি 

Date:

এই প্রথমবার মাধ্যমিকে (madhyamik exam) একশো শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছে। আর তার ফলে এক মারাত্মক সংকট দেখা দিয়েছে। ১০০ শতাংশ মাধ্যমিক পাস পড়ুয়াকে উচ্চমাধ্যমিকে (higher secondary) পড়ার সুযোগ করে দিতে হবে। অবশ্যই তাদের পছন্দমতো বিষয় নিয়ে পড়ার সুযোগ দিতে হবে। কিন্তু তা কীভাবে সম্ভব সে নিয়ে এখন রীতিমত আতান্তরে পড়েছে স্কুলগুলি। একাদশ শ্রেণিতে সব ছাত্রছাত্রীকে কীভাবে ভর্তি করা সম্ভব? মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিকের ফলাফলের পরিসংখ্যান বলছে প্রায় ৯ লক্ষ ৬২ হাজারের বেশি পড়ুয়া ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে। কিন্তু সমস্যা হল বেশিরভাগ ছাত্র ছাত্রী প্রচুর নম্বর পেয়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠ পড়ুয়ার মধ্যেই বিজ্ঞান নিয়ে পড়ার প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু সে ক্ষেত্রে এই বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রীকে কীভাবে বিজ্ঞান পড়ার সুযোগ দেওয়া যেতে পারে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অন্যদিকে এবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই কোনও ছাত্র – ছাত্রী যে যে বিষয়গুলি নিয়ে পড়তে চাইবে, সেগুলি নিয়ে আদৌ তারা পড়তে পারবে কিনা সেটা তার পক্ষে উপযুক্ত নাকি সেটাই বা যাচাই হবে কিভাবে? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন কলকাতার একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা।

দক্ষিণ কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষিকা বললেন, ‘আমরা বেশ চাপের মধ্যে পড়েছি। ছাত্রীদের কীভাবে একাদশ শ্রেণিতে ভর্তি করাব তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের কাট অফ মার্কস বাড়াতে হবে। ৮০ বা ৯০ শতাংশ নম্বর না পেলে ছাড়া বিজ্ঞান নিয়ে পড়ার জন্য আবেদন করা যাবে না এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ” যাদবপুর বিদ্যাপীঠ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার ক্ষেত্রে একটি প্রিলিমিনারি টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ শিক্ষা সদন স্কুল কর্তৃপক্ষ আবার বিষয়ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পক্ষেই। যারা যারা যে যে বিষয় নিয়ে পড়তে চায় তাদের সরাসরি ইন্টারভিউ নিয়ে ভর্তি করানো হবে।

যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয় নম্বরের সীমা বেঁধে দিয়েছে। ভূগোল, স্ট্যাটিসটিকস, ফিজিক্স, কেমিস্ট্রি, অংক এই বিষয়গুলি ক্ষেত্রে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে ছাত্র-ছাত্রীদের। মঙ্গলবার এমনটাই নির্দেশিকা দিয়ে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আশঙ্কা একটাই এই সব শর্ত মেনে সব মাধ্যমিক পাশ করা পড়ুয়াকে কী তাদের পছন্দমতো বিষয় নিয়ে একাদশ পড়ার সুযোগ করে দেওয়া যাবে?

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version