দিল্লি সফরে মোদি-কোবিন্দের সঙ্গে বৈঠক করবেন মমতা

দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারে নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার কার্যত ফায়ারিং মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। বারবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন। সেই সঙ্গে জানান, তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলেন। তাঁকে সময় দেওয়া হয়েছে। কিন্তু কবে সাক্ষাতের সময় তা অবশ্য জানাননি। এছাড়াও জাতীয় স্তরের বিরোধী নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। মুখ্যমন্ত্রী জানান, অনুমতি মিললে তিনি সংসদ ভবনেও যেতে পারেন।

আরও পড়ুন:মধ্যবিত্তদের জন্য সুখবর! বিয়ের মরশুমে ফের দাম কমল সোনার

 

Previous articleমধ্যবিত্তদের জন্য সুখবর! বিয়ের মরশুমে ফের দাম কমল সোনার
Next articleঝুট বোলে কাউয়া কাটে: ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার