অগস্টের শেষে দেশে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা আইসিএমআর-এর

কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও থামেনি। এর মধ্যেই অগস্টের শেষে দেশে তৃতীয় ঢেউয়ে আসতে পারে বলে আশঙ্কা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। যদিও তৃতীয় ঢেউ অতটা ভয়াবহ না-ও হতে পারে বলে মত বিজ্ঞানীদের। আইসিএমআর সূত্রে জানা গিয়েছে, অগস্টের শেষ দিকে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। চলতে পারে এ বছরের শেষ পর্যন্ত।

কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝের সময়ে দেশে এবং রাজ্যে কোভিডে সংক্রমিতের সংখ্যা কমে গিয়েছিল অনেকটাই। তবে এ বার পরিস্থিতি বদলাতে পারে।দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামার আগেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেল্টা রূপই তৃতীয় ঢেউ আনতে পারে। যদি এর মধ্যে কোভিড তার রূপ বদলে আরও ভয়াবহ হয়, সে ক্ষেত্রে ধারে ও ভারে বাড়তে পারে তৃতীয় ঢেউ।

 

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleফের জম্মুতে ড্রোন উদ্ধার