১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি সিএসকে

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার আইপিএল ( ipl)। সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে দেশের একনম্বর লিগের আসর। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের( mumbai indiance) মুখোমুখি হতে চেন্নাই সুপার কিংস( chennai super kings)। দুবাইতে হবে সেই ম্যাচ। তার পরের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স( kkr) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর( rcb)। ২৭ দিনে হতে চলেছে আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ।

এই নিয়ে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলের এক সূত্র জানিয়েছেন, “হ্যাঁ, আমরা আগামী ১৯ সেপ্টেম্বর মুম্বই-চেন্নাই খেলা দিয়ে শুরু করতে চলেছি।

করোনার কারণে মাঝপথে বাতিল করে দেওয়া হয়েছিল ২০২১ আইপিএল। আইপিএল একাধিক ক্রিকেটার সেই সময় করোনায় আক্রান্ত হন। তাই সেই সময় আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেপ্টেম্বরে করোনার সব রকম ব‍্যবস্থা করেই সংযুক্ত আরব আমিরশিতে বসতে চলেছে আইপিএলের দ্বিতীয় দফা।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার মনপ্রীতদের

 

Previous articleবিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেন সৌমিত্র, সার্কাস বলে কটাক্ষ কুণালের
Next articleবাংলার ছকে এবার ‘মিশন ত্রিপুরা’, তৃণমূলের হয়ে ময়দানে নামছে টিম আইপ্যাক