Monday, May 12, 2025

ত্রিপুরায় বেআইনিভাবে আটক পিকের আইপ্যাকের ২৩ সদস্য, কড়া প্রতিক্রিয়া কুণালের

Date:

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ করতে গিয়ে আটক হয়েছিলেন ওই রাজ্যের শতাধিক তৃণমূল (TMC) সমর্থক। হামলার মুখে পড়তে হয়েছিল রাজ্য সভাপতি আশিসলাল সিং (Asishlal Singh)-সহ তৃণমূলের নেতৃত্বকে। ত্রিপুরায় (Tripura) ২০২৩ বিধানসভা ভোট উপলক্ষে পাখির চোখ করেছে ঘাসফুল শিবির। সেখানেq

ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prasant Kishore) আইপ্যাক (IPAC)–এর টিমকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী পিকের (PK) সংস্থার কর্মীদের ত্রিপুরা পাঠানো হয়। কিন্তু বেআইনিভাবে আইপ্যাক–এর ২৩ জন সদস্যকে আটকে রাখার অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ত্রিপুরার পুলিশ রবিবার রাতেই আটক করে তাঁদের। আগরতলার (Agartala) উডল্যান্ড পার্ক হোটেলে জোর করে আটকে রাখা হয়। পিকে–র টিমকে হেনস্থার ঘটনায় ত্রিপুরা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

 

ত্রিপুরা তৃণমূল রাজ্য সভাপতি আশিসলাল সিং বলেন, “পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ত্রিপুরাতেও বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের দমন করতে চাইছে।’’

 

এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “বিজেপি বুঝে গিয়েছে ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই পুলিশ দিয়ে দমন করতে চাইছে। আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় গোটা দেশ থেকে নেতা এনেছিল বিজেপি। কলকাতা-সহ রাজ্যের কোনও হোটেল ফাঁকা ছিল না। কেউ তো আটকায় নি। সেখানে পিকের টিমের সদস্যরা সমীক্ষা করতে গেলে তাদের সমস্যা কোথায়?”

 

Related articles

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...
Exit mobile version