বিশ্বভারতীর গৌরব ফেরাতে কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদের

বিশ্বভারতীর (Visva Bharati University) হৃত গৌরব ফেরাতে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানালেন বোলপুরের (Bolour) তৃণমূল সাংসদ (TMC MP) এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসিত মাল (Asit Mal)।

আজ, সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Central Education Minister) ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) লেখা এক চিঠিতে অসিত মাল অভিযোগ করে বলেন, বিশ্বভারতীর উপাচার্য (VC) বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) নেতৃত্বে বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা তৈরি করেছে, যা বিশ্বভারতীর মতো ঐতিহ্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে অবিলম্বে যেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ করেন তিনি।

আরও পড়ুন- চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! এবার পুলিশের জালে ভুয়ো সাংবাদিক

Previous articleচাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! এবার পুলিশের জালে ভুয়ো সাংবাদিক
Next articleচিনের হাউ জিহুইকে ডোপ টেস্টের নির্দেশ, ব্যর্থ হলে সোনা পাবেন মীরাবাঈ চানু