স্বস্তি দিয়ে দেশে ৩০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ

করোনা আক্রান্তের সংখ্যা কমেছে উত্তর ২৪ পরগণা ও কলকাতায়, বাড়ছে এই দুই জেলায়

স্বস্তি দিয়ে চারমাস পরে অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন।পাশাপাশি কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। সব মিলিয়ে দেশে শুধুমাত্র করোনয় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৩৮২ জনের।

অন্যদিকে সক্রিয় রোগীর কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৩ হাজারেরও বেশি। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা নেমে চার লক্ষের নীচে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৩ হাজারেরও বেশি। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা নামল চার লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৬৩জন। এখনও পর্যন্ত দেশে সংক্রমণ সারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬ লক্ষ ২১ হাজার ৪৬৯।

Previous articleআজ বিকেলেই মোদি-মমতা বৈঠক, একনজরে মঙ্গলবারের কর্মসূচি
Next articleহাজার রকমের আইসক্রিমের সম্ভার নিয়ে মেলা চলছে, খেতে হলে আসতেই হবে এই শপিংমলে ….