গুলি- কাণ্ডে পুনর্নির্মাণ করল কোতোয়ালি থানার পুলিশ

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির বাড়িতে গুলি কাণ্ডে পুনর্নির্মাণ করল কোতোয়ালি থানার পুলিশ৷ দুই অভিযুক্তকে নিয়ে ঘটনার পুননির্মান করা হয়েছে৷ জানা গেছে অভিযুক্তরা যে মারুতি ভ্যান নিয়ে এসেছিলেন সেই চালককে গ্রেফতার করা হয়েছে। আরও এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। বাকিরা পলাতক। ১৮ জুলাই গুলি কাণ্ডে ঘটনায় অভিযুক্তদের সাথে নিয়ে জেলা সভাপতির গ্রামের বাড়ি জিরানপুর গ্রামে পুননির্মান করল পুলিশ৷

পার্থপ্রতিম রায়ের গ্রামের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতিদের বিরুদ্ধে৷ কোচবিহারের কোতোয়ালি থানার জিরানপুর গ্রামে পাড়ার বিবাদে কিছু যুবক বাড়ির সামনে গুলি চালায় বলে অভিযোগ। অভিযুক্তরা মারুতি ভ্যান নিয়ে এসেছিল। বাড়ি লাগোয়া পানের দোকানে কিছু যুবকের ওপর চড়াও হয় ওই যুবকরা। এরপর পার্থপ্রতিমের বাড়ির উঠোনেও প্রান বাচাতে ঢুকে পরে ওই যুবকরা। পিছু ধাওয়া করেছিল ঐ দুষ্কৃতিরা। জানা গেছে তখন বাড়িতে ছিলেন পার্থপ্রতিমের বাবা সুরেশ চন্দ্র রায় ও মা মধুবালা রায়৷ তদন্তে নেমে বাড়ির সামনে থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হলে দুজন গ্রেফতার হয়।

 

Previous articleভাটপাড়ায় তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা
Next articleফের করোনার থাবা অলিম্পিক্সে, আক্রান্ত আরও চার