বিধি মানতে রাতে সিপি-এসপিদের কড়া নজরদারির নির্দেশ মুখ্যসচিবের

বেশ কিছু নিয়ম শিথিল করলেও এখনও রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। এই প্রবণতা লক্ষ্য করেই পুলিশ কমিশনার এবং জেলার এসপি-দের কড়া হতে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। কোভিড বিধি (Covid) নিয়ে নির্দেশিকা জারি করেছেন তিনি। বিধি ভাঙলে কড়া শাস্তির নির্দেশ দেন সিপি, এসপি-রা (Cp, Sp)।

আরও পড়ুন:পিছু হটল কেন্দ্র, CAA লাগু করতে ২০২২ পর্যন্ত সময় চাইল শাহের মন্ত্রক

গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত করোনা (Carona) বিধি মানা হচ্ছে না। বেশিরভাগ জেলাতেই বিধিভঙ্গের অভিযোগ উঠছে। বিধি ভাঙছে হোটেল-রেস্তোরাঁগুলিও। এই বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি, আবগারি বিভাগকে নাকা তল্লাশিতে জোর দিতে বলেছেন মুখ্যসচিব।

 

Previous articleপিছু হটল কেন্দ্র, CAA লাগু করতে ২০২২ পর্যন্ত সময় চাইল শাহের মন্ত্রক
Next articleদেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ১০ শতাংশ দু’টি টিকা পেয়েছেন, জানালো কেন্দ্রের কোউইন পোর্টাল