আনন্দবাজার পত্রিকার (Abp) নতুন চিফ এডিটর এবং পাবলিশার হলেন অতিদেব সরকার (Atideb Sarkar)। সরকার পরিবারের নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল। বুধবারই একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এখন থেকে ‘নেস্টার’-এর (Nestor) ভূমিকা পালন করবেন অরূপকুমার সরকার (Arupkumar Sarkar)।

নেস্টার ছিলেন পাইলোসের রাজা। বৃদ্ধ বয়সে তিনি ট্রয়ের কৌশলী হিসেবে ছিলেন। অর্থাৎ এক কথায় আনন্দবাজার পত্রিকার অভিভাবক হিসেবে থাকবেন অরূপ সরকার। আর ব্যাটন তুলে দেওয়া হল অতিদেব সরকারের হাতে।
