Saturday, January 17, 2026

সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে: পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা রাহুলের

Date:

Share post:

সংসদে(parliament) সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পর পেগাসাস ইস্যুতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে তুলোধনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। বুধবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলে, সংসদে পেগাসাস(Pegasus) ইস্যুতে আলোচনা করতে রাজি নয় কেন্দ্র(Central)। কিন্তু পেগাসাস ইস্যুতে আলোচনা না হলে বিরোধীরাও যে কেন্দ্রকে ছেড়ে কথা বলবে না বুধবার সেটাও বুঝিয়ে দিলেন স্পষ্টভাষায়।

বুধবার সংসদ ভবনের সামনে সাংবাদিক বৈঠকে(Press conference) উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “পেগাসাস ইস্যুতে আজ দেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়েছে। সংসদে সরকারকে আমরা বলেছিলাম এই স্পাইওয়্যার ব্যবহার নিয়ে সংসদে আলোচনা হোক। কিন্তু সরকার কোনওভাবেই আলোচনা করতে রাজী হয়নি। সংসদের অন্দরে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।” পাশাপাশি তিনি আরও বলেন, “পেগাসাস হলো এক ধরনের অস্ত্র যেটা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করার কথা, অথচ মোদি সরকার সাধারণ মানুষের ওপর তা ব্যবহার করছে। আমার নিজের ফোনেও এটিকে প্রয়োগ করা হয়েছিল। এ বিষয়ে অভিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন। এই ধরনের ঘটনা দেশের গণতন্ত্রের ওপর আঘাত।” এদিন তিনি প্রশ্ন তোলেন, “ভারত সরকার কি পেগাসাস কিনেছিল? সাধারণ মানুষের উপর কি এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল? উত্তর দিক সরকার”। পাশাপাশি রাহুল গান্ধী এটাও বুঝিয়ে দেন পেগাসাস ইস্যুতে সরকার যতই মৌনতা পালন করুক না কেন বিরোধীরা ছেড়ে কথা বলবে না।

আরও পড়ুন:শেষপর্যন্ত স্মার্টফোন ত্যাগ করে বোতাম টেপা ফোনে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়!

উল্লেখ্য, বুধবার সকালেই সংসদের অন্তর এই বিষয় বৈঠকে বসেছিল কংগ্রেস সহ ১৪ বিরোধী রাজনৈতিক দল। যেখানে উপস্থিত ছিলেন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএমকে, সিপিএম, আপ, শিবসেনার সাংসদরা। কিন্তু এই বৈঠকে তৃণমূলের কোনও সাংসদ উপস্থিত হতে পারেননি। যদিও বিরোধীদের সিদ্ধান্তের সঙ্গে পূর্ণ সমর্থন জানানো হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের অনুপস্থিতিতে বিজেপি জোট ভাঙার গুজব ছড়ালেও ডেরেক ও’ব্রায়েন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের সব সাংসদদের সঙ্গে সাক্ষাত করেন। যে কারণে ওই বৈঠকের তৃণমূলের কোনো সাংসদ উপস্থিত হতে পারেননি। তবে বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে তৃণমূল পূর্ণ সমর্থন জানিয়েছে।” বিরোধীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেও এদিন স্পষ্ট করে দেন ডেরেক।

 

spot_img

Related articles

তল্লাশি অভিযানে বড় সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু ২ মাওবাদীর

ছত্তিশগড়ে চলছে মাওবাদী বিরোধী অভিযান। বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যের। বাজেয়াপ্ত হয়েছে অত্যাধুনিক অস্ত্র।...

মালদহে মোদির মুখে বেলডাঙা প্রসঙ্গ! উন্নাও, হাথরস টেনে পাল্টা খোঁচা তৃণমূলের

নির্বাচনের আগে বাংলার নানা প্রান্তে নানা ভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি ও তাঁদের ইন্ধনে মাথাচাড়া দেওয়া...

লাইনে দাঁড়িয়ে মানুষ মারছে মোদি সরকার: সিঙ্গুরে সরব তৃণমূল, জেলায় ৩দিন মেগা সভার ঘোষণা

রবিবার সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে শনিবার, সিঙ্গুরেই সভা করে বিজেপি (BJP) তথা...

নদীপথ প্রকল্পে সামগ্রিক প্রভাব যাচাইয়ে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের 

কলকাতা মহানগরীতে জলপথ পরিবহণ এবং তার সঙ্গে যুক্ত পরিকাঠামো প্রকল্পগুলির পরিবেশগত ও সামাজিক প্রভাব খতিয়ে দেখতে সমীক্ষা করানোর...