হাতে ইনসাস রাইফেল, ছবি পোস্ট করে বিপাকে স্কুলশিক্ষক

হাতে ইনসাস রাইফেল নিয়ে ‘দবং’ স্টাইলে পোজ দিয়ে ছবি পোস্ট করে বিপাকে পড়লেন প্রধান শিক্ষক। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল। কেন একজন শিক্ষক হয়ে এমন ছবি তুলেছেন! কেনই বা সেই ছবি পোস্ট করেছেন! এসব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

সাধারণত সেনা জওয়ান কিংবা আধা সামরিক বাহিনীর হাতেই ইনসাস রাইফেল দেখা যায়। তা স্কুল শিক্ষকের হাতে কীভাবে এল, সেই নিয়েও উঠছে প্রশ্ন। ছবিতে দেখা গিয়েছে, বন্দুক হাতে স্কুল প্রাঙ্গনে দাঁড়িয়েই পোজ দিয়েছেন প্রধান শিক্ষক। বন্দুক হাতে তাঁর ছবি মূহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে স্কুলের প্রাক্তনী থেকে শিক্ষক মহল নিন্দায় সরব হয়েছেন। ইতিমধ্যে ছবিটি পোঁছে  গিয়েছে পুলিশের কাছেও। খুব শীঘ্রই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করাও হবে বলে খবর।

আরও পড়ুন- আদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদন শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের, কিন্তু কেন?

Previous articleআদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদন শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের, কিন্তু কেন?
Next articleব্রেকফাস্ট স্পোর্টস