Thursday, August 28, 2025

কয়েক দিন আগেই কলকাতায় নীল ছবি কাণ্ডের হদিশ মেলে। নিউটাউনের এক যুবতীকে দিয়ে জোর করে পর্ন শুট করানোর অভিযোগ প্রকাশ্যে এসেছিল। তবে ৭২ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হল নীল ছবি চক্রের মূল দুই অভিযুক্তকে। বুধবার সন্ধ্যায় দমদম সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষকে৷
আজ, বৃহস্পতিবার তাদের বারাসাত কোর্টে পেশ করা হবে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ দু’জনেই কো-অর্ডিনেটরের কাজ করত৷ আজ আদালতে দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ৷

অভিযোগকারিণী জানিয়েছেন, যে তিনি ভেবেছিলেন বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে মডেলিংয়ের সুযোগ পাবেন। এরপরেই ফটোগ্রাফারের ফাঁদে পা দিয়েছিলেন নিউটাউনের যুবতী। শেষমেশ এখন মাথা খুঁড়ছেন সেই সিদ্ধান্তের জন্য। ২৬ জুলাই তিনি ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে জোর করে পর্নোগ্রাফি ভিডিও শুট করানোর অভিযোগ করেন।

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। হঠাৎই এক ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় জমে ওঠে ওই যুবতীর। এরপরই সুযোগ বুঝে তাঁকে ফটোশ্যুটের প্রস্তাব দেয় সেই ফটোগ্রাফার। ততদিনে বন্ধুত্ব গড়ে ওঠায় আর বারণ করতে পারেননি সেই যুবতী। পা দিয়ে ফেলেন ফাঁদে৷ কথা মতো নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে গিয়েই জানতে পারেন, মডেলিং নয়। তাঁকে নগ্ন ফটোশ্যুট করতে হবে। তখন আর ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
পাঁচতারা হোটেলটির আটতলার ঘরে নিয়ে গিয়ে জোর করে পর্ন শ্যুট করানো হয় তাঁকে দিয়ে৷
এই পর্যন্ত সবঠিকঠাক ছিল। এরপরই হঠাৎ একদিন ওই যুবতী জানতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ছবি, ভিডিও। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি৷ নিউটাউন থানায় ওই ফটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ।

পাঁচতারা হোটেলের ম্যানেজার থেকে শুরু করে নিরাপত্তাকর্মী, সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারিকরা৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন৷ যে ওয়েবসাইটে ভিডিওগুলি আপলোড করা হয়েছিল, সেটি কারা পরিচালনা করছিল তাও জানার চেষ্টা করে পুলিশ৷
জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । দেখা যায় মূল সংযোগরক্ষাকারের কাজ করত মৈনাক ও নন্দিতা। এরপরই দুজনের ওপর নজরদারি চালাতে থাকে পুলিশ । শেষপর্যন্ত তিনদিনের মাথায় তাদের গ্রেফতার করা হয় ।

 

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version