মোহনবাগান দিবস: “বারুইপুর মেরিনার্স”-এর রক্তদান শিবির

২৯ জুলাই, ঐতিহাসিক মোহনবাগান দিবস (Mohunbagan Day) উপলক্ষে “বারুইপুর মেরিনার্স” (Baruipur Mariners)-এর তরফ থেকে একটি রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করা হয়। করোনা বিধি মেনে বারুইপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের সোনারতরী কমিউনিটি হলে এই কর্মসূচি ঘিরে এলাকার মোহনবাগান সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়।
বারুইপুর মেরিনার্স-এর সম্পাদক আর্য রায়, অয়ন, দিব্যজ্যোতি, কল্লোল, শ্রীনিক প্রমূখ সদস্যদের এমন আয়োজন করতে পেরে আপ্লুত ।এই বছর এই রক্তদান দ্বিতীয় বছরে পা রাখলো। রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা পরিস্থিতিতে রক্তসংকট এর কারণেই এই রক্তদান শিবিরের আয়োজন করা। এছাড়াও বারুইপুরে মোহনবাগানের এই ফ্যান ক্লাবটির
সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। সবুজ পৃথিবীর লক্ষ্যে “গাছ লাগান প্রাণ বাঁচান”, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ।

Previous articleঅলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে অতনু দাস
Next articleকরোনা সংক্রমণের গ্রাফ অনেকটাই নিম্নমুখী