প্রকাশিত হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের বই ‘Forging An Audacious City’

দীর্ঘদিন হলো রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজ্যের প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব। শারীরিক অসুস্থতার কারণে বহু বছর খুব একটা প্রকাশ্যেও আসতে দেখা যায়নি তাঁকে। তবে রাজনীতি থেকে দূরে সরে গেলেও সাহিত্যে নিজের সাবলীলতা তুলে ধরলেন বাম আমলে দাপুটে রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার কলকাতার রবীন্দ্র তীর্থ থেকে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘Forging An Audacious City’।

বাম আমলে নিউটাউনকে নবরূপে গড়ে তুলতে তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেবের অনন্য ভূমিকা ছিল। জানা গিয়েছে, নিউটাউনকে নতুন শহর হিসেবে গড়ে তোলার পিছনে লেখককের পরিকল্পনা ও তা বাস্তবায়নের সুদীর্ঘ যাত্রাপথকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে এই বইতে। শুক্রবার বইটি প্রকাশিত হয়েছে দাশগুপ্ত পাবলিশার্সের তরফে। এদিন বইটির উদ্বোধন করেন প্রাক্তন আইএএস আধিকারিক বিক্রম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার এবং চিত্র পরিচালক গৌতম ঘোষ। অনলাইনে বইটি পাওয়া যাবে Online Das Gupta & Co. Pvt. Ltd। এবং National Book Agency Pvt. Ltd-এ।

 

Previous articleমুকুলের বিধায়ক পদ খারিজের শুনানিতে অখুশি শুভেন্দু, যেতে পারেন আদালতে
Next articleভুয়ো ডাকপিওন দিয়ে কাজ করানোর অভিযোগ রায়গঞ্জের গ্রামে