দেশে সামান্য কমলো সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯৩

করোনা আক্রান্তের সংখ্যা কমেছে উত্তর ২৪ পরগণা ও কলকাতায়, বাড়ছে এই দুই জেলায়

তৃতীয় ঢেউয়ের(third wave) একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। বিশেষজ্ঞদের বারবার সতর্ক বার্তার পর গত কয়েক দিনের দৈনিক পরিসংখ্যান সে দিকেই ইঙ্গিত করছে। কিন্তু গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বেড়ে গিয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৬৪৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা শুক্রবারে তুলনায় সামান্য হলেও কম। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জন।

একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ হাজার ২৯১ জন। ফলস্বরূপ অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষ। এছাড়া করোনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম অস্ত্র ভ্যাকসিন দেশে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনকে।

পাশাপাশি তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বাড়িয়েছে দক্ষিনের রাজ্য কেরল। জানা যাচ্ছে গোটা দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক এই রাজ্যে। আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য কর্ণাটকেও।

 

Previous articleজলমগ্ন কঙ্কালিতলা, মন্দির থেকে সরানো হল মায়ের ছবি
Next articleঅজন্তাকে অহেতুক বিতর্কে টানা কেন?