Monday, May 5, 2025

বিরোধীদের বিক্ষোভের জের, বাদল অধিবেশন সংক্ষিপ্ত করতে পারে কেন্দ্র

Date:

লাগাতার বিরোধীদের বিক্ষোভের জেরে কার্যত অচল সংসদ(parliament)। নিয়ম করে প্রতিদিন অধিবেশন শুরুর কিছুক্ষণ পরই মুলতুবি হয়ে যাচ্ছে সংসদ। যেহেতু সংসদে কোনও কাজ হচ্ছে না তার ফলে অপচয় রুখতে এবার দ্রুত অধিবেশন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সরকার। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।

দু’সপ্তাহ পার হয়ে গিয়েছে সংসদের বাদল অধিবেশনের। তবে এখনো পর্যন্ত সেভাবে কোনওরকম কাজ এগোয়নি। পেগাসাস ইস্যুকে(Pegasus issue) হাতিয়ার করে প্রতিদিন উত্তপ্ত হয়েছে লোকসভা ও রাজ্যসভা। বিরোধী দল চায় সংসদের দুই কক্ষ পেগাসাস ইস্যুতে আলোচনা করুক সরকার। তবে সরকারের দাবি, পেগাসাস কোনও ইস্যুই নয়। এই টালমাটাল পরিস্থিতিতে সংসদের কাজ শিকেয় উঠেছে। লোকসভাতে এখনও পর্যন্ত মোট পাঁচটি বিল পাস করাতে পেরেছে শাসক দল। হাল খারাপ রাজ্যসভারও। চলতি অধিবেশনে ৫০ ঘণ্টা কাজের সময়ের মধ্যে প্রায় ৪০ ঘণ্টা নষ্ট হয়েছে বিক্ষোভের জেরে।

আরও পড়ুন:কেন্দ্রের নয়া বিলে চূড়ান্ত বিপদে সপরিবার যৌনকর্মী মহিলারা

এমন চরম টালমাটাল পরিস্থিতির মাঝে কিভাবে অধিবেশন চালানো যায় শুক্রবার সেই ইস্যুতে মন্ত্রীদের সঙ্গে সংসদের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পেগাসাস জট ছাড়াতে অবিলম্বে রাস্তা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এদিকে এক কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিরোধীরা যেভাবে সংসদের কাজ বন্ধ করে বিক্ষোভ নেমেছে তাতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। এ অবস্থায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে আগামী সপ্তাহে যদি বিরোধীরা এভাবে সংসদের কাজে বাধার সৃষ্টি করতে থাকে তাহলে নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেওয়া হতে পারে অধিবেশন।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version