বৃষ্টিতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

সাম্প্রতিক প্রবল বর্ষণের ফলে একাধিক জেলায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে৷ সেই সব দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার৷

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। মূলত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও দেওয়াল চাপা পড়েই এইসব মৃত্যু হয়েছে। সরকারি হিসেব বলছে, রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৬ জন। জেলাভিত্তিক মৃতের হিসেব এই রকম,

◾দক্ষিণ ২৪ পরগণায় ১

◾বাঁকুড়ায় ৪,

◾কালিম্পংয়ে ২,

◾হাওড়ায় ১,

◾পশ্চিম বর্ধমানে ১,

◾পশ্চিম মেদিনীপুরে ২,

◾পূর্ব বর্ধমানে ১,

◾পুরুলিয়ায় ৩

◾মুর্শিদাবাদে ১ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে রাজ্যে ৩০৫টি ত্রাণ শিবির চলছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন।

 

Previous articleকরোনার দৌলতে ছাড়া পাচ্ছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬৩ বন্দি!
Next articleফের বদল কোচবিহারের পুলিশ সুপার, আরও দুই রুটিন বদলি